আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ইউজিবি’র কান্ট্রি ম্যানেজার কন্ঠশিল্পী খন্দকার বাপ্পী

ইউজিবি’র কান্ট্রি ম্যানেজার কন্ঠশিল্পী খন্দকার বাপ্পী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৫:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : এবার ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ (ইউজিবি)র কান্ট্রি ম্যানেজার হলেন পপ গায়ক খন্দকার বাপ্পী । ইউজিবি’র সাথে কাজ করতে পেরে ব্যাপক আনন্দিতও তিনি। এর আগেও ইউজিবি’র হয়ে শত শত অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন এই কন্ঠশিল্পী। এমনটাই জানালেন বাপ্পি। তিনি বলেন, ইউজিবি’র সাথে কাজ করছি অনেক আগে থেকেই। অসহায়দের পাশে দাঁড়াতে আমার ভালো লাগে। কিন্তু আমাকে ইউজিবি’র বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার করায় ইউজিবি’র চেয়ারম্যান বি. খন্দকারের কাছে আমি কৃতজ্ঞ। উল্লেখ্য- ইউজিবি একটি নন প্রফিট অরগানাইজেশন । ইউজিবি এর মূল উদ্দেশ্য বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং করোনা পরবর্তী সময়ে বেকার, অসহায় নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের সহায়তায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা। ইউজিবি এর সবথেকে আলোচিত একটি প্রজেক্ট ‘হাঙ্গার ফ্রি বাংলাদেশ’। এই লক্ষ্যে ইউজিবি এখন পর্যন্ত দারুন সফলতার সাথে কাজ করে চলেছে। ইউজিবি শুরু থেকেই তাদের কার্যক্রম দিয়ে সাধারণ মানুষের মাঝে ভালো সাড়া ফেলে দিয়েছে। এখন পর্যন্ত ইউজিবি এর সাথে দেশের অনেক নামীদামি সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দিয়েছেন। এগুলো মোটামুটি পুরোনো খবর। নতুন খবর হলো-ইউজিবি এর বাতাস এখন সুদুর জাপানেও বইছে, আকিফুমি নামের একজন জাপানি কন্সট্রাকশন ব্যবসায়ী ইউজিবিকে ডোনেশন এবং ইউজিবির সাথে কাজ করতে প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।