আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা বিপুল চাকমাসহ চারজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন তিনি। মারমা বলেন, ‘বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।’
এদিকে প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ নেতাদের অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা বলেন, ‘পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন আছে, এ ঘটনা তারা ঘটাতে পারে।’
স্থানীয় সূত্র জানায়, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ ৭ নেতাকর্মী সোমবার লোগাঙ এলাকায় ছিলেন। রাতে তারা অনিলপাড়া গ্রামে অজ্ঞাত ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টা-১১টার দিকে অস্ত্রশস্ত্রসহ দুর্বৃত্তরা ওই বাড়িতে হানা চারজনকে হত্যা করে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় সংগঠক হরিকমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। নিহতদের মধ্যে বিপুল চাকমার বাড়ি চেঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল্যাছড়ি বুদ্ধধনপাড়ায়, সুনীল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের সুরেন্দ্র রোয়াজা হেডম্যানপাড়ায়, লিটন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দ্রোনচার্য্য কারবারি পাড়ায় এবং রুহিনস বিকাশ ত্রিপুরার বাড়ি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়ায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার হয়নি।