আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ইউপি নির্বাচনের ব্যয় ৫০০ কোটি টাকা

ইউপি নির্বাচনের ব্যয় ৫০০ কোটি টাকা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Euকাগজ অনলাইন প্রতিবেদক: সদ্য সমাপ্ত হয়ে যাওয়া নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরিচালনার ব্যয় ৫০০ কোটির ঘরে যাবে বলে মন্তব্য করেছেন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন ৪১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আরো প্রায় ৯০ কোটি টাকার মতো ব্যয় হবে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ (পরিচালক) এস এম আসাদুজ্জামান জানান, এবারের ইউপি নির্বাচনে সব থেকে বেশি ব্যয় হয়েছে আইনশৃঙ্খলা খাতে। মোট ছয় ধাপের ভোট শেষে বরাদ্দ পাওয়া ৪১০ কোটি টাকার হিসাবে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার-ভিডিপি, বিজিবি ও কোস্টগার্ডের জন্য বরাদ্দ ছিল প্রায় ২৩৭ কোটি টাকা। ব্যালট পেপার মুদ্রণ, নির্বাচন সামগ্রী কেনা, পরিবহন, নির্বাচনী কর্মকর্তাদের ভাতাসহ নির্বাচন পরিচালনায় ব্যয় রয়েছে প্রায় ১৭৩ কোটি টাকা।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনী প্রায় ৮৩ কোটি টাকা, আনসার-ভিডিপি প্রায় ১২৫ কোটি টাকা, বিজিবি প্রায় ২৯ কোটি টাকা এবং কোস্টগার্ড ৪২ লাখ টাকার বেশি বরাদ্দ পেয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে জুন পর্যন্ত মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।