আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ইউরোপীয়দের সবচেয়ে বড় হুমকি আইএস

ইউরোপীয়দের সবচেয়ে বড় হুমকি আইএস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


12183কাগজ অনলাইন ডেস্ক: ইউরোপের অধিবাসীদের কাছে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং শরণার্থী সংকট থেকেও বড় হুমকি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সোমবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপের ফলাফলে এমন তথ্যই মিলেছে।

জরিপে অংশ নেওয়া ইউরোপের ১০টি দেশের মধ্যে ৯টি দেশের নাগরিকেরা আইএস বা আইএসআইএস বা আইএসআইএলকে সবচে বড় হুমকি বলে মনে করছেন।

স্পেনের ৯৩ শতাংশ এবং ফ্রান্সের ৯১ শতাংশ মানুষ সন্ত্রাসী এই গোষ্ঠীটিকে ‘বড় হুমকি’ বলে মনে করেন। গেল এপ্রিলেই জরিপটির অধিকাংশ কাজ শেষ হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোয় আইএসের হামলায় ৩২ জন নিহত হওয়ার একমাস পর এই জরিপটি চালানো হয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি নৈশক্লাবে গুলি চালিয়ে ৫০জনকে হত্যার ঘটনার একদিন পর জরিপের ফলাফল প্রকাশ করা হল। এই হামলাটির সঙ্গেও আইএসের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে জঙ্গিগোষ্ঠীটি হামলার দায়ও স্বীকার করেছে।

সাতবছরের অর্থনৈতিক মন্দা কাটিয়ে স্থিতিশীল হওয়ার লক্ষ্যে লড়াইরত গ্রিসই ইউরোপের একমাত্র দেশ, যে দেশটি আইএসকে হুমকির তালিকায় শীর্ষে রাখেনি। গ্রিসের ৯৫ ভাগ মানুষ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে নিজের দেশের জন্য সবচে বড় হুমকি বলে মনে করেন।

১০ দেশের সবগুলোর অধিবাসীরাই জলবায়ু পরিবর্তনকে বড় হুমকি বলে মনে করেন। তবে শরণার্থীদের হুমকির প্রশ্নে দেশগুলোর নাগরিকদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে।

পোল্যান্ডের ৭৩ ভাগ অধিবাসী যুদ্ধবিক্ষুব্ধ সিরিয়া ও ইরাক থেকে আসা শরণার্থীদের বড় হুমকি বলে বিবেচনা করেন। একই সংখ্যক মানুষ সবচে বড় হুমকি বলে মনে করেন ইসলামিক স্টেটকে।