আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ইউরো-২০১৬’র স্প্যানিশ দল

ইউরো-২০১৬’র স্প্যানিশ দল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Spain-squadঅনলাইন স্পোর্টস ডেস্ক: ১০ জুন পর্দা উঠবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরো-২০১৬ এর। ইউরোর ১৫তম আসরের আয়োজক দেশ ফ্রান্স। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন।

কোচ দেল বস্কের অধীনে ইউরো মাতাতে ফ্রান্স যাচ্ছে ২৩ সদস্যের স্প্যানিশ দলটি।

স্পেন ডিফেন্ডার দানি কারবাহাল হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে এবারের আসরে মাঠে নামতে পারছেন না। তবে, দলে আছেন অভিজ্ঞ সব ফুটবলাররা। ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, পেদ্রো, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো তারকাদের নিয়েই মাঠে নামবে স্প্যানিশরা।

গ্রুপ ‘ডি’ তে থাকা স্পেনের প্রতিপক্ষ হিসেবে থাকছে চেক রিপাবলিক, তুরস্ক এবং ক্রোয়েশিয়া। ১৩ জুন স্প্যানিশরা চেক রিপাবলিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে। ১৭ জুন তাদের দ্বিতীয় ম্যাচে লড়তে হবে তুরস্কের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।

২৩ সদস্যের স্পেন দল:
ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া, সার্জিও রিকো, সার্জিও রামোস, জেরার্ড পিকে, হেক্টর বেল্লেরিন, জরদি আলবা, মার্ক বারত্রা, সেজার আজপিলিচুয়েতা, মাইকেল সান হোসে, হুয়ানফ্রান, ব্রুনো সোরিয়ানো, সার্জিও বুসকেটস, কোকে, থিয়াগো আলকান্ত্রা, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা, লুকাস ভাজকুয়েজ, পেদ্রো, ফ্যাব্রেগাস, নোলিতো, আদুরিজ এবং আলভারো মোরাতা।