আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ইনস্টাগ্রামে সামান্থাকে অবমাননা

ইনস্টাগ্রামে সামান্থাকে অবমাননা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ৫:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  দু’দিন আগে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনির একটি মিম শেয়ার করা হয়। এতে সামান্থাকে অবমাননা করে লেখা ছিলো, ‘তাকে আমার মোটেও সুন্দর মনে হয় না।’ স্বাভাবিকভাবে মিমটি দেখার পর চটে গেছে সামান্থার ভক্তরা। নিন্দার তীরে বিদ্ধ হওয়ার পর পূজা দাবি করেছেন, গত ২৭ মে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে সচেতন থাকতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি। সামান্থার ভক্তরা পূজাকে দক্ষিণের এই অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। এজন্য বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে তারা ছড়িয়ে দেয় এই বিষয়ক একটি হ্যাশট্যাগ।