আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:২১ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


Meeting-কাগজ অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ব্যাংকের অ্যাসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনের সভাপতিত্বে ব্যাংকের টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন-কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামিয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুমের (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ) মুহাদ্দিস ও মুফতী মাওলানা ছাঈদ আহমদ, সদস্য সচিব ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ, সদস্য আল জামিয়াতুল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রামের মুহাদ্দিস ও মুফতী শামছুদ্দীন জিয়া, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগি অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড.মানজুরে ইলাহী এবং জামেয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা।

সভায় ব্যাংকের শরী‘আহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।