আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু

ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডো একটি মোবাইল হোম পার্কে ধাক্কা খেয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডের অন্তত দু’জন মারা গেছেন।

এছাড়া আহত হয়েছেন অসংখ্য মানুষ। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। ইসাইয়াস এ বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা নবম ঝড়। ঝড়টি সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত সপ্তাহে আঘাত হেনে দুজনের প্রাণ কেড়ে নেয়ার পর ইসাইয়াস ক্যাটাগরি ওয়ন হারিকেনে পরিণত হয়েছিল। এটি নতুন করে শক্তি অর্জন করার পর ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় আঘাত হানে ইসাইয়াস। এরপর এটি সাউথ ক্যারোলিনা হয়ে নিউইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়। ইসাইয়াসের প্রভাবে ব্রজপাতসহ প্রচণ্ড বৃষ্টি একই সঙ্গে বইতে থাকে দমকা হওয়া।

বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া নিউয়র্কের অনেক এলাকাও আকস্মিক বন্যায় ডুবে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ইসাইয়াস তাণ্ডব চালায় নিউইয়র্কে। বহু পার্ক ও ঘরবাড়ি এ ঝড়ের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।