Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
ইসিকে দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে - Diner Sheshey ইসিকে দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ইসিকে দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

ইসিকে দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


13কাগজ অনলাইন ডেস্ক: নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে গত বছরের আয়-ব্যয়ের হিসাব দিতে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৩ জুন) দলগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠাতে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যেই দলগুলোর সম্পাদক বা মহাসচিবকে চিঠি পাঠানো হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, বিগত পঞ্জিকা বছরে কোন খাতে কত টাকা আয়-ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য ইসি নির্ধারিত ছক অনুযায়ী দলগুলোকে কোনো অডিট ফার্মের মাধ্যমে তৈরি প্রতিবেদনে দাখিল করতে হবে।

২০১৫ সালে ২০১৪ সালের হিসাব জমা নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি দলের আবেদনের প্রেক্ষিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। গত বছর আগস্টের শেষ দিকে বিএনপি ২০১৪ সালে বিভিন্ন খাতে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। এতে আয়ের চেয়ে ৬৫ লাখ ৫৪ হাজার ৪২৬ টাকা বেশি ব্যয় দেখানো হয়।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয় দেখিয়েছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।

অর্থাৎ ২০১৪ সালে বিএনপির চেয়ে তিন গুণ বেশি আয় হয় আওয়ামী লীগের। যদিও ব্যয় বেশিই করেছিল বিএনপি।

ইসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে আওয়ামী লীগের আয়-ব্যয় দুটোই কম। সে সময় দলটি আয় দেখিয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকা এবং ব্যয় দেখিয়েছিলো ৬ কোটি ৭০ লাখ টাকা।

তবে ২০১৩ সালের চেয়ে বিএনপির আয়-ব্যয় দুটোই ২০১৪ সালে বেড়েছিল। ২০১৩ সালে দলটি ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা ব্যয় দেখিয়েছিল।

আরপিও অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130