আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ইসি নয়, বিএনপির দাবি নির্দলীয় সরকার: মির্জা ফখরুল

ইসি নয়, বিএনপির দাবি নির্দলীয় সরকার: মির্জা ফখরুল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২২ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। আমরা আগেই বলেছি ইসি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।  আমাদের মাথাব্যাথা একটি বিষয়ে, সেটা হচ্ছে- নির্বাচনকালীন সময়ে সরকারটা কার হবে। ’ রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে নির্বাচন হবে না। কারণ তারা একই কায়দায় নির্বাচন করার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখবো, সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। ’ মির্জা ফখরুল বলেন, ‘ইসি নয়, সার্চ কমিটি নয়, আমাদের একমাত্র দাবি তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ইসি গঠন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ’ ইসি সম্পর্কে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি সরকার গঠন করা। অথচ আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেখেছি, তারা এই ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। ’ তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তাদের (আওয়ামী লীগ) দাবি ছিল। আমরা বাধা দিয়েছিলাম। পরে সেটা মেনে নিয়েছি। খালেদা জিয়া কখনো জনগণের বিরুদ্ধে যাননি। তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে সম্পৃক্ত করেছিলেন, যার অধীনে পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে কেউ একটা প্রশ্ন করেনি। কিন্তু যখন তারা ক্ষমতায় এসে দেখল যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে তাহলে কিছুতেই আর ক্ষমতায় যেতে পারবে না, জনগণ তাদের ভোট দেবে না, তখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ক্ষমতা পাকাপোক্ত করার উদ্যোগ নিয়েছে। ’ মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একমাত্র কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা। এজন্য যিনি সারাজীবন গণতন্ত্র রক্ষায় লড়াই করেছেন সেই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করতে দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ’ গণমাধ্যমের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এতগুলো চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, বিশ্বাস করেন তাদের কোনো ক্ষমতা নেই। তারা কিছু করতে পারবেন না, কিছু লিখতে পারবেন না। জিজ্ঞেস করলে বলেন, প্রচণ্ড চাপ আছে। কারণ যারা এই হাউসগুলোর মালিক তারা সবাই সরকারের সুবিধাভোগী।