ইয়েমেনে জাকাত সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৮৫
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৩ , ১২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : ইয়েমেনে জাকাতের অর্থ সংগ্রহ করার সময় পদদলিত হয়ে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া ৩২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণের সময় এ ঘটনা ঘটে। বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়, হাউছি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সানার একটি স্কুলে দুই ব্যবসায়ীর দান করা অর্থ সংগ্রহ করতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদেল রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন এপিকে জানান, জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য সশস্ত্র হাউছিরা ফাঁকা গুলি করে। ওই গুলি একটি বিদ্যুতের তারে আঘাত হানলে বিস্ফোরিত হয়। এতে অপেক্ষমান লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনুষ্ঠানে জড়ো হওয়া প্রত্যেককে ৯ মার্কিন ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেককে মাটিতে শুয়ে রাখা আছে। কোনো কোনোটি নিথর, কোনো কোনোটি চিৎকার করছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দানের এই অনুষ্ঠান আয়োজনকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তদন্তও চলছে।