আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদযাত্রায় ১৩ জুন থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট

ঈদযাত্রায় ১৩ জুন থেকে মিলবে বাসের অগ্রিম টিকিট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন উদযাপিত হতে পারে ঈদুল আজহা। এবারের ঈদে মানুষকে ঘরে ফেরাতে ১৩ জুন থেকে কাউন্টারে মিলবে বাসের অগ্রিম টিকিট।
শুক্রবার বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে।
অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট রুটের বাসের টিকিট পাওয়া যাবে। অনলাইনেও পাওয়া যাবে। তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়।