আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ঈদের আগে আর কোন শ্রমিক ছাঁটাই নয়

ঈদের আগে আর কোন শ্রমিক ছাঁটাই নয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাই আর লে-অফে (সাময়িক বন্ধ) অশান্ত হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে গতকাল শ্রম মন্ত্রণালয়ে সভায় মালিকপক্ষ ঈদের আগে কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই না করার বিষয়ে একমত হয়েছে। এই সময়ের মধ্যে কারখানা লে-অফ না করার বিষয়েও একমত হয়েছে। ইতিমধ্যে যেসব কারখানায় লে-অফ হয়েছে সেখানে শ্রমিকদের মোট বেতনের ৬০ শতাংশ অর্থ দেওয়ার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর বিনিময়ে লে-অফ ঘোষিত কারখানা প্রণোদনার অর্থ পাবে না বলে অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনা প্রত্যাহারের দাবি মালিক পক্ষের। ইস্যুটি চূড়ান্ত করতে আজ বুধবার ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। লে-অফ হলে শ্রমিকেরা আইন অনুযায়ী প্রাপ্য হয় মোট বেতনের ৫২ শতাংশ অর্থ। অন্যদিকে এক বছরের কম সময় থাকা কর্মীরা কোনো আর্থিক সুবিধা পায় না। এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গার্মেন্টস খাত সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা হয়েছে। সভায় দূর-দূরান্তে থাকা শ্রমিকদের কাজে না নিতে মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়। তবে মে মাস থেকে যারা কাজ করবে না বা কাজে নেওয়া সম্ভব হবে না, তাদের মোট বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ দিতে চায় মালিকপক্ষ। সভায় উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ ফের শ্রম মন্ত্রণালয়ের সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ ও এফবিআইয়ের সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, আগামী ঈদের আগে শ্রমিক ছাঁটাই না করার বিষয়ে কারখানা মালিকরা একমত হয়েছেন। আমরা চাই, শ্রমিক-মালিক উভয়েই বেঁচে থকুক।