আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল ঈদের দিনে অতিথি অ্যাপায়নে কাশ্মীরি পোলাও

ঈদের দিনে অতিথি অ্যাপায়নে কাশ্মীরি পোলাও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে ডেস্ক :  খাবার হিসেবে পোলাও এর কোন বিকল্প নেই বাসায় মেহমান আসলে বা বিশেষ দিনগুলোতে। তবে কয়েক দশক আগেও প্রধানত ধনী অভিজাতদের বাড়িতে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করেছে কাশ্মীরি পোলাও। আর পোলাও আমাদের সবারই খুবই পছন্দের। আর মাত্র কযেক দিন পরেই আসছে কুরবানির ঈদ। তাই ঈদের এই বিশেষ দিনে অতিথি অ্যাপায়নে আয়োজন করুন কাশ্মীরি পোলাও। আসুন দেখে নিই কাশ্মীরি পোলাও রান্না করার উপকরণসমূহ ও পদ্ধতি।

রান্নার জন্য যা যা প্রয়োজন

১. বাসমতি চাল- ২৫০ গ্রাম

২. গাজর-বিন-মটরশুঁটি- পরিমাণ মতো

৩.পনির- ১০০ গ্রাম

৪.কাজুবাদাম- ১০-১২টা

৫. কিশমিশ- ১ চামচ

৬. পেস্তা কুচি- সামান্য,

৭.চেরি- ৩-৪টে

৮. জাফরান -১ চিমটে

৯.দুধ-দেড় কাপ

১০.ফ্রেশ ক্রিম- ৩ টেবিল চামচ

১১. চিনি- স্বাদ মতো

১২. লবন- স্বাদ মতো

১৩.ঘি -পরিমাণ মতো

১৪. তেজপাতা- ২টা

১৫. আস্ত গরমমশলা- প্রয়োজনমতো

১৬. তেল -পরিমাণ মতো

১৭. ফল- আনারস, বেদানা, আপেল, আঙুর

 

যেভাবে রান্না করবেন

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এখন একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। এবার পনির লবণ ও পানি দিয়ে হালকা ভেজে নিন। এখন কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে সাদাতেল ও ঘি গরম করুন। এরপর তেজপাতা ও আস্ত গরমমশলা দিন। এখন চাল দিয়ে নেড়েচেড়ে ২ কাপ পানি দিন। চাল ফুটলে দুধের মিশ্রণ ও লবন দিন। পানি শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়।এখন ছড়িয়ে দিন আনারস, আপেল, আঙুর এবং বেদানা । এবার নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।