আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে অনেকগুলো গান আসছে ‘ওম স্টার মাল্টিমিডিয়া’য়

ঈদে অনেকগুলো গান আসছে ‘ওম স্টার মাল্টিমিডিয়া’য়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঈদ উপলক্ষে একসাথে অনেকগুলো গান নিয়ে আসছে অডিও-ভিডিও কোম্পানি ‘ওম স্টার মাল্টিমিডিয়া’। সবগুলো গানেরই শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। এর মধ্যে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদের ৩১তম মৌলিক গান ‘ভালোবাসার লেনাদেনা’ রিলিজ হবে খুব শীঘ্রই। গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকবি রেজাউর রহমান রিজভী। গানটির সুর ও মিউজিক করেছেন আহমেদ সজীব। সম্প্রতি রোমান্টিক এই গানটির শুটিং হয়েছে ঢাকার আশে পাশের বিভিন্ন লোকেশনে। গানটিতে মডেল হিসেবে ছিলেন সানি আজাদ নিজেই এবং পুতুল। ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান।

এছাড়াও ঈদে ‘ওম স্টার মাল্টিমিডিয়া’য় আসছে কন্ঠশিল্পী সাদমান পাপ্পুর ‘বুকের ঘড়ে’, সামজ’র ‘দেখতে চাই না তোর মুখ’, ইমন খানের ‘রুপা’। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার আল-আমিন খান।

বললেন, আমার চ্যানেলটি বেশি দিন হয়নি। তবে এর মধ্যেই আমার কাজগুলো ভালো সাড়া পাচ্ছে। আমি সব সময় চেষ্টা করি ভালো কাজ উপহার দিতে। এবারে ঈদের সবগুলো গানই আশা করছি সবার ভালো লাগবে।