আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে নাগরিকে শাকিব খানের ১৮ সিনেমা!

ঈদে নাগরিকে শাকিব খানের ১৮ সিনেমা!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ১২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  এবারে ঈদেও সাত দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাগরিক টেলিভিশন। সিনেমাপ্রেমীদের কথা বিবেচনা করে এবার সাত দিনে শাকিব খান অভিনীত ১৮টি সিনেমা প্রচার করবে টেলিভিশনটি। এমনটাই জানিয়েছেন নাগরিকে অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

তিনি বলেন, ‘আমরা সব সময় দর্শক চাহিদার কথা মাথায় রেখে ঈদ অনুষ্ঠানমালা সাজিয়ে থাকি। প্রতিবারের মতো এবারও বর্ণিল আয়োজন থাকছে। শাকিব খান অভিনীত ১৮টি সিনেমা প্রচার করব আমরা। এছাড়া একক নাটক, ধারাবাহিক নাটক এবং সাত পর্বের নাটকও থাকছে। ঘরে থাকা মানুষের একঘেয়েমি কাটাতে আমাদের এ বিশেষ আয়োজন। আশা করি দর্শক আমাদের আয়োজন গ্রহণ করবে।’

শাকিব খান অভিনীত ১৮টি সিনেমা হলো ‘বিয়ে বাড়ি’, ‘মাই নেম ইজ খান’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা, ‘আমাদের ছোট সাহেব’, ‘লাভ ম্যারেজ’, ‘রাজা বাবু’, ‘স্বামীর সংসার’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘হিটম্যান’, ‘হিরো দ্য সুপার ষ্টার’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘স্বপ্নের বাসর’, ‘সবার উপরে প্রেম’, ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী-১’, ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’, ‘সবার ওপরে তুমি’, ‘মা আমার স্বর্গ’, ‘সন্তান আমার অহঙ্কার’।

ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন সকাল ১১টা, দুপুর ২টা ৩০ মিনিট, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।