আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস উইলিয়ামসন-বোল্টদের ছাড়া বাংলাদেশে আসছে কিউইরা

উইলিয়ামসন-বোল্টদের ছাড়া বাংলাদেশে আসছে কিউইরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলবে কিউইরা। সোমবার রাতে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে তারা। আসছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়াও মূল দলের বেশিরভাগ খেলোয়াড়। উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথামকে অধিনায়ক করে ঘোষিত দলটা খর্বশক্তির বলতে হয়। কারণ নেই টিম সাউদি, টেন্ট বোল্ট, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, জিমি নিশানদের কেউই। ‍কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, এখনও তা চূড়ান্ত হয়নি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সাত দিনে পাঁচ টি-টোয়েন্টি খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচের মাঝে রয়েছে অন্তত একদিন করে বিরতি। ১০ দিনে হবে পাঁচ ম্যাচ। অস্ট্রেলিয়ার মতো ঢাকায় পা রেখেই তিন দিনের রুম কোয়ারেন্টিনে যাবে নিউজিল্যান্ড দল। মাঠে ফিরে দুই দিন প্রস্তুতি নিয়ে ২৯ আগস্ট বিকেএসপিতে কুড়ি ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর নামবে মূল মঞ্চে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।