Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় - Diner Sheshey উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয়

উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


press-clubকাগজ অনলাইন প্রতিবেদক: সরকারের পক্ষে উচ্চাভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো আব্বাস উদ্দিন।

সোমবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বাজেট পরবর্তী অর্থ আইন ২০১৬-১৭ এর উপর সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আকিল আহম্মেদ ফারুকী।

সভাপতির বক্তব্যে আব্বাস উদ্দিন বলেন, গত ২ জুন অষ্টম বারের মত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী নিজেই বলেছেন এই বাজেট উচ্চাভিলাসী। তাই আমরাও বলছি এই বাজেট বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়।

তিনি আরো বলেন, বাজেট উচ্চাভিলাসী হলেও সরকার যদি কর বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে তবে লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারলেও গত অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে পারবে। এদিকে সরকার ২০১৬-১৭ বাজেটে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এবার আয়ের লক্ষ্যমাত্রা ২ ল‍াখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার মধ্যে আয়কর খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩শ’ কোটি টাকা। এই রাজস্ব আয়ের সিংহভাগ আদায়ে আমরা আয়কর আইনজীবীরা সহযোগিতা করে থাকি।

আব্বাস উদ্দিন বিভিন্ন সুপারিশ রেখে বলেন, দেশের অর্থ তথা বাজেটকে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন ট্যাক্স আইন পরিবর্তন ও সংশোধন করতে হবে। কেননা এই বারের বাজেট অনেকটাই জনগণ নির্ভর। তাই জনগণের নিকট হতে বাজেট নিতে হলে বাজেট আইন শিথিল করতে হবে।

তিনি বলেন, নতুন কোম্পানিকে অপ্রদর্শিত আয় দ্বারা শিল্প-কারখানা স্থাপনে ‍এবং সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদান করলে বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহিত হবেন। হাঁস-মুরগি,পশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, শর্ত সাপেক্ষে ব্যক্তি মালাকানাধীন হাসপাতাল এবং সমবায় সমিতির আয়কে সম্পর্ণ রূপে করমুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ,কোষাধ্যক্ষ জাফরুল হাসান,সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130