আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব উত্তর কোরিয়ায় ‘করোনার প্রথম সংক্রমণ’ : সীমান্তবর্তী শহর লকডাউন

উত্তর কোরিয়ায় ‘করোনার প্রথম সংক্রমণ’ : সীমান্তবর্তী শহর লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২০ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সীমান্তবর্তী শহর ক্যাসং লকডাউন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার ক্যাসং শহরে একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে এখন শুধু সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদি এটি নিশ্চিত হয়ে যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।
কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি গত ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাকেই করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণের সীমান্তে অবস্থিত ক্যাসং সিটিতে তাকে পাওয়া যায়। তাকে কঠোর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদেরও একইভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কিম বলছেন, সম্ভবত এই ভাইরাস দেশে প্রবেশ করেছে এবং ক্যাসং সিটিকে পুরোপুরি অবরুদ্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেসিএনএর খবরে বলা হয়, এটি বিপজ্জনক পরিস্থিতি, যা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।