আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব উত্তর কোরিয়ায় বন্যা, ১১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

উত্তর কোরিয়ায় বন্যা, ১১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ২:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারী বৃষ্টিপাতের ফলে বড় বন্যা দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। এতে এখন পর্যন্ত এক হাজার ১০০ এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানা গেছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উত্তর ও দক্ষিণ হামগিয়ং প্রদেশসহ দেশটির পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়িগুলো তাদের ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেতু ও ডাইকগুলি ভেসে গেছে। উত্তর কোরিয়ার জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং ন্যাম জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর হামগিয়ংয়ের অংশে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগস্ট মাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।