আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ উল্লাপাড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

উল্লাপাড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


sirajganjসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবু বকর (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া খাতুনকে (৩২) আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হাওড়া গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বকর উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছোট কলিবেড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ আবু বকরের স্ত্রী আছিয়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়ার জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিলো। এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে হাওড়া এলাকার একটি খেতের মধ্যে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্ত্রী আছিয়াকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আছিয়াকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

তিনি আরও জানান, বৃদ্ধকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।