আজকের দিন তারিখ ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন এই সামারে যে ট্রেন্ড থাকবে এবং থাকবে না

এই সামারে যে ট্রেন্ড থাকবে এবং থাকবে না


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


womenঅনলাইন ফ্যাশন ডেস্ক: সময়োপযোগী ফ্যাশন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলা সবার কাছে হয়তো সহজ ব্যাপার নয়। ফ্যাশন কখনও শুধু সিজনের জন্য পরিবর্তন হতে পারে, আবার কখনও আমরাই একে পরিবর্তন করে ফেলি। ফ্যাশন এক্সপার্ট মেলিসা ময়লান মিডিয়াতে বর্তমান ফ্যাশন ট্রেন্ড প্রসঙ্গে জানালেন, কোন ফ্যাশন ট্রেন্ডগুলো এই সিজনে গ্রহন করতে হবে এবং কোন ট্রেন্ডগুলো বাদ দিতে হবে।

বর্তমানে ট্রেন্ড

রোব জ্যাকেট: রোবারস এখন বেশ বড় ট্রেন্ড। সারা দিন ব্যাপী পরার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে এটি। তবে অনুষ্ঠানের জন্য সহজে হয়তো নাও মানাতে পারে এই পোশাক।

স্টেটমেন্ট ডেনিম: ডেনিম যাই হোক, এটা সাধারণ। মাঝখানে ছেড়া থেকে অনির্দিষ্ট স্থানে পকেট- সবই পরতে পারেন।

স্লিপারস এবং স্লাইডস: বউডিয়োর এই স্লিপারস এবং স্লাইডস লনজারি ট্রেন্ডকে অন্য লেভেলে নিয়ে গেছে।

সাটিন: সাটিন ট্রেন্ড দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। সেলিন ব্র্যান্ড উজ্জ্বল কাপড়ের ট্রেন্ডকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। পোশাক হিসেবে এটা বেশ ভাল মানায় এবং এটা অনেকটা নাইট গাউনের মতো।

যে ট্রেন্ড বর্জন করবেন

ইমোজি প্রিন্টস: ইমোজি প্রিন্টসগুলো আপনার জি-বোর্ডেই থাকুক, তবে টি-শার্টে আনার দরকার নেই।

কালারড জিন্স: কালারড জিন্স তাদের সময় পার করে এসেছে। এখন ন্যাচারাল জিন্সে ফেরার সময় হয়েছে।

ইলাস্টিক ব্যালেট ফ্ল্যাটস: ইলাস্টিক ট্রিমের পর এটা অনেকদিন বেশ ভাল চলেছিল। তবে লেস-আপ শু এবং কাটডাউন হিলস আসার পর এটা কমে গেছে।