আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এক বাজারেই আক্রান্ত আড়াই হাজার মানুষ!

এক বাজারেই আক্রান্ত আড়াই হাজার মানুষ!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৩:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জনসমাগম হয় এমন কোনো স্থান যে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে সে বিষয়টি আবারো স্পষ্ট হলো। ভারতের তামিলনাড়ুর একটি পাইকারি সবজি বাজারের লোকজনের স্বাস্থ্য পরীক্ষায় ২,৬০০ জনের ভাইরাস ‘পজিটিভ’ এসেছে। চেন্নাইয়ে কোয়ামবেদুর এই বাজারকে এখন করোনাভাইরাস সংক্রমণের হটস্পট ঘোষণা করে কড়াকাড়ি আরোপ করা হয়েছে।এনডিটিভিকে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জে রাধাকৃষ্ণন জানান, বাজারের দোকানদার-খরিদ্দারসহ তাদের সংস্পর্শে আসা সবার ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। তাতেই ২,৬০০ জন করোনাভাইরাস ‘পজিটিভ’ হয়েছেন। এরই মধ্যে ২ লাখ ৬০ হাজার জনের পরীক্ষা করা হয়েছে।পরীক্ষার ফল আসা এখনো অনেকেরই বাকি। তাতে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাজারটিতে হাজার হাজার মানুষের ভিড় জমে। করোনাভাইরাস ঠেকাতে অন্য এলাকার মতো এ বাজারেও সতর্কতা জারি ছিল। কিন্তু সেসব উপেক্ষা করেই চলছে বাজার। ফলে বাজারের লোকজনের ভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তামিলনাড়ু ভারতের সংক্রমিত রাজ্যর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার সকালে দেয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, রাজ্যটিতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯২২৭। মৃতের সংখ্যা ৬৪।