এন্ড্রু কিশোর এখন সুস্থ, শিগগিরই ফিরছেন দেশে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : গেল আট মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশবরেণ্য ও আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। কাঁটায় কাঁটায় ৮ মাস অর্থাৎ ২৪০দিন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কাটানো হলো তার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবনের অনেক ভয়ংঙ্কর সময় পার করে এখন তিনি অনেকটাই সুস্থ। এখন নিজের দেশে ফেরার জন্য ছটফট করছেন গায়ক। এমনটাই জানালেন অ্যান্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এ প্লেব্যাক সম্রাট। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার। গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। এমন কী চাইলে এখন দেশেও ফিরে যেতে পারেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকাপের জন্য আসতে হবে তাকে। জানা গেলো, সব মিলিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গায়কের পরিবার। শিগগিরই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন তিনি।