আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল এবার ইউজিবি’তে যোগ দিলেন স্পেনের ফ্যাশন ডিজাইনার শাবনুর কেয়া

এবার ইউজিবি’তে যোগ দিলেন স্পেনের ফ্যাশন ডিজাইনার শাবনুর কেয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


দিনের শেষে প্রতিবেদক :   করোনা মহামারীর সময়ে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী বি. খন্দকার ‘ইউজিবি’ নামক নন প্রফিট অরগানাইজেশন প্রতিষ্ঠা করেন। ‘ইউজিবি’ প্রতিষ্ঠার অল্প দিনেই বাংলাদেশ সহ বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছে তাদের কার্যক্রমের জন্য। ‘ইউজিবি’ এর চেয়ারম্যান বি. খন্দকারের পরিকল্পনা অনুযায়ী ‘ইউজিবি’ বাংলাদেশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে বাঙালীদের সাহায্যে কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী ‘ইউজিবি’ এই অল্প দিনেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর মধ্যে অন্যতম ইউজিবি স্পেন। স্পেনে ইউজিবির কার্যক্রম পরিচালনা করছেন স্পেনের গিরোনায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী আল শাবনুর কেয়া নামের একজন তরুণী। যিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায়ী। এই প্রসঙ্গে আল শাবনুর কেয়ার সাথে যোগাযোগ করলে উনি আমাদেরকে জানান, ১২ বছর স্পেনে আছি কিন্তু তারপরেও চাইতাম দেশের জন্য কিছু করতে, দেশের মানুষের উপকারে আসতে। আমার সেই স্বপ্ন পুরোন হয়েছে ইউজিবি এবং খন্দকার ভাইয়ের মাধ্যমে। আমি স্পেনে ইউজিবির কার্যক্রম শুরু করেছি, এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। আমার পরিকল্পনায় শুধু বাঙালী না এখানকার অসহায় স্প্যানিশরাও রয়েছে, এতে আমাদের বাংলাদেশের নাম বিশ্বের দরবারে আরো ছড়িয়ে পড়বে। আশা করছি; খুব শীঘ্রই আরো ভালো খবর দিতে পারবো ইউজিবি স্পেন নিয়ে, আমরা তেমন পরিকল্পনা নিয়েই আগাচ্ছি। এই বিষয়ে ইউজিবি এর চেয়ারম্যান বি. খন্দকার জানান, আমি আগেই বলেছি ‘ইউজিবি’ একটি অনেক বড় প্রজেক্ট এবং পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে চলেছি বাংলাদেশে এবং অন্যান্য দেশে। ‘ইউজিবি’ স্পেন তার অংশ। মানুষ আমাদের উপর আস্থা রাখছে ভরসা করছে, এই আস্থা, ভরসার মর্যাদা আমাদের কাজের মাধ্যমে দিতে চাই। উল্লেখ্য অস্ট্রেলিয়াতে অনেক আগে থেকেই সফলতার সাথে ইউজিবি এর কার্যক্রম চলছে এবং জাপানেও ‘ইউজিবি’ এর কার্যক্রম শুরু হয়েছে।