আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার করোনার কারণে বাতিল হলো উইম্বলডন

এবার করোনার কারণে বাতিল হলো উইম্বলডন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


 দিনের শেষে স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ক্রিকেট-ফুটবলের বৈশ্বিক আসরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এবার বাতিল হলো উইম্বলডন। বিশ্ব টেনিসের সেরা এই আকর্ষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বন্ধ হলো। করোনা মোকাবেলার স্বার্থে ক্রস কোর্টেই খেলা যুক্তিযুক্ত বলে মনে করছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)। বুধবার এক জরুরি বৈঠকের পর তারা সিদ্ধান্ত দিয়েছে, মহামারী করোনাভাইরাসের কারণে এবার গ্র্যাস কোর্ট গ্র্যান্ডস্ল্যাম আয়োজন করা সম্ভব নয়। এ বিষয়ে এইএলটিসি চেয়ারম্যান ইয়ান হিউইট বলেন, বিষয়টি আমরা মোটেও হালকাভাবে নিইনি। আমরা জনস্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বযুদ্ধ ছাড়া উইম্বলডন আয়োজনে কখনও ব্যাঘাত ঘটেনি। সেটি আমাদের মাথায় ছিল। কিন্তু এই করুণ পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে প্রতিযোগিতা বাতিল করাটাই যৌক্তিক। ‘আমরা এখন সাধ্যমতো চেষ্টা করব স্থানীয় মানুষের বিপদে সাহায্য করতে। তাদের পাশে দাঁড়াতে’-যোগ করেন তিনি। বিশ্বের প্রায় ৯ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ হাজার মানুষ। ইংল্যান্ডে ২৩৫২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। আগামী ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহাসিক টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। ১২ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু করোনার জেরে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে তা কোর্টে গড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আয়োজক। এইএলটিসি জানায়, আপাতত চলতি বছরের জন্য বাতিল করা হয়েছে উইম্বলডন। একই সঙ্গে টুর্নামেন্টের পরের সংস্করণের সূচিও ঘোষণা করেছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর ২৮ জুন থেকে শুরু হবে সেটি। ১১ জুলাই পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। ১৮৭৭ সালে প্রথম উইম্বলডন শুরু হয় ইংল্যান্ডে। এর পর থেকে ওই টুর্নামেন্ট বিশ্বের অন্যতম সম্মানজনক গ্র্যান্ডস্ল্যামের মর্যাদা পায়। বিশ্বের চারটি বিখ্যাত টেনিস প্রতিযোগিতার একটি। ১৯১৫ সালে প্রথমবার বন্ধ করা হয় উইম্বলডন। কারণ সেই বছরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৮ সাল পর্যন্ত চলে ধ্বংসলীলা। ১৯৪০ সালে আরেকবার বন্ধ হয় উইম্বলডন। এর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যার তাণ্ডবলীলা শেষ হয় ১৯৪৫ সালে। অর্থাৎ ৭৫ বছর পর আবারও বাতিল হলো টুর্নামেন্টটি। এদিকে চলতি বছরের ১৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ওপেন। কিন্তু করোনাভাইরাসের জেরে তা স্থগিত করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেই ওই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। আর ৩১ আগস্ট থেকে আরম্ভ হওয়ার কথা ইউএস ওপেন। যদিও সেই টুর্নামেন্ট নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রসঙ্গত, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৯ লাখ ৩৬ হাজার। সুস্থ হয়েছেন প্রায় ২ লাখ। আর প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ হাজার। সেখানে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। মারা গেছেন ৬ জন।

তথ্যসূত্র: রয়টার্স/বিবিসি/গার্ডিয়ান