আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার ব্যবসায় নামছেন সাচীনূর

এবার ব্যবসায় নামছেন সাচীনূর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২০ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : চিত্রনায়িকা সাচীনূর। নিজের প্রোডাকশন হাউস ‘সাচীনূর মাল্টিমিডিয়া’। নাচ, গান, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অংশ নিতেই ব্যস্ত থাকতেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা। তবে দেশের বর্তমান পরিস্থিতির জন্য একদম বাসায়ই আছেন তিনি। তবে নয়া খবর হচ্ছে- সাচী এবার ব্যবসায় নামছেন। অচিরেই শুরু করছেন অনলাইন ব্যবসা। প্রোডাক্ট ছেলেদের টি-শর্টিসহ বিভিন্ন ড্রেসের সামাহার। এমনটাই জানালেন সাচী। বললেন, করোনার জন্য সারা বিশ্বের পরিস্থিতিই খারাপ। আমাদের দেশের অবস্থাও এখনো ভালো হয়নি। কয়েকমাস ধরেই বাসায় আছি; তাই ভাবছি বাসায় থেকে কিছু করা যায় কি না। সে চিন্তা মাথায় রেখেই অনলাইন ব্যবসার পরিকল্পনা করেছি। অচিরেই মাঠে নামবো।