এমন দেশ গড়তে হবে যেখানে কোনো বৈষম্য নেই: প্রধানমন্ত্রী
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২১ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য ও অবিচার থাকবে না। সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
শেখ হাসিনা বলেন, পুরস্কার দেওয়া মানে শিশুদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করা। এই বাংলাদেশ যে তাদের সেটাই তাদের বুঝিয়ে দেওয়া। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। mঅনুষ্ঠান শেষে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ‘শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস ও আত্মবিশ্বাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।