আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এস, এ, বিপুল’র কথা-সুরে রেশমি তনু’র কন্ঠে আসছে ‘জখম’

এস, এ, বিপুল’র কথা-সুরে রেশমি তনু’র কন্ঠে আসছে ‘জখম’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : গীতিকবি, সুরকার ও সঙ্গীত শিল্পী এস, এ, বিপুল’র কথা-সুরে রেশমি তনু’র কন্ঠে আসছে ঈদুল আজহায় ‘জখম’ মিউজিক্যাল ফিল্ম। এনটিআর মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্রোতাদের মাঝে তুলে ধরবেন এ চ্যানেলটি। গানটির মিউজিক ভিডিওর চিত্র ধারন ও পরিচালনা করেছে আবির স্বপ্নবাজ । একটি অনন্য সাধারন গল্পে গানটিতে মডেল হয়ে এসেছে রাজ জনি, রেশমি তনু ও মনি। পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত মিউজিক্যাল ফিল্মটি পরিপুর্নতা নিয়ে আগামী ২৮ জুলাই বিকাল ৫ টায় শুভমুক্তির সিড়িতে অপেক্ষমান। রেশমি তনুর মৌলিক গানের সংখ্যা নগন্য হলেও শিল্পী শুরু থেকেই নিজস্ব মৌলিক গানের পাল্লা ভারি করতে চেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে একই গীতিকবির লেখা সুরে ‘বাত্তি যাবেরে নিভিয়া’ গানটির মিউজিক ভিডিও স্রোতাদের ভাল লাগার স্থান করে নিচ্ছে। নতুনদের মাঝে অসাধারন কন্ঠে আবেগে জড়িয়ে শিল্পী তার কন্ঠের ভারত্ব স্পর্শ করতে পারবে বলে গীতিকার সুরকার এস,এ, বিপুল আশাআাদ ব্যাক্ত করেছেন।