আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ওয়াদা ভুলে যাবেন না, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

ওয়াদা ভুলে যাবেন না, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২২ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  জনপ্রতিনিধিদের নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া ‘ওয়াদা’ এবং দায়িত্বগ্রহণের আগে নেওয়া ‘শপথ’ এর কথা মনে রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

জনকল্যাণে কাজ করার শপথ মেনে জনগণের কাছে করা ওয়াদা পূরণ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন সেই ওয়াদা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন। ’ ‘আপনারা যে শপথ গ্রহণ করেছেন জনগণের কল্যাণে কাজ করবেন, সেই শপথটা কখনো আপনারা ভুলবেন না। ’

টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেকোন একজন রাজনৈতিক নেতার জন্য নিজের স্বার্থ না দেখে, পরের স্বার্থে কাজ করা, জনগণকে কতটুকু দিতে পারলাম, কতটুকু তাদের জন্য করতে পারলাম, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যতটুকু আপনি দিতে পারবেন তাতেই আত্মতৃপ্তি। নিজের ভোগ বিলাসে না।  শেখ হাসিনা বলেন, ‘রাজনৈতিক নেতা হতে হলে, জনকল্যাণে কাজ করতে হয়, নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হয়। জাতির পিতা সেই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন। আমি আশা করি সেই আদর্শ নিয়েই আপনারা চলবেন। তাহলে আপনার নেতৃত্বও থাকবে, জনগণের আস্থা অর্জন করতে পারবেন, বিশ্বাস অর্জন করতে পারবেন। মানুষ কিন্তু খুব সচেতন, এটা মনে রাখতে হবে। কাজেই সেটা মাথায় রেখে আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ’

উন্নয়নের গতি অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমি নির্বাচিত প্রতিনিধিদের এটুকুই বলবো, উন্নয়নের গতিধারা আমরা সৃষ্টি করেছি এটা যেন কখনো থেমে না যায়। … সেটা অব্যাহত রাখতে হবে। আমাদের থেমে থাকলে চলবে না। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেটা ধরে রেখে… এগিয়ে যেতে হবে। ’

নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, ‘নারায়ণগঞ্জ ঢাকার ঠিক পাশেই, নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। এটিকে ইন্ডাস্ট্রিয়াল শহর বলা হয়। এখানকার মানুষের উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা আমরা নিয়েছি। অনেক প্রজেক্ট আমরা দিয়েছি। সেগুলো যেন যথাযথ ভাবে পালন করা হয়। ’

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলররাও শপথ নেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।