আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কটাক্ষের শিকার সারা!

কটাক্ষের শিকার সারা!


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৩ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বেশ কিছুদিন ধরে নানা তর্ক-বিতর্ক ছাপিয়ে বক্স অফিস মাত করে যাচ্ছে ‘দ্য কেরেলা স্টোরি’। বলা এই সিনেমাটি ধারে কাছে যেতে পারছে না অনেক জনপ্রিয় তারকার সিনেমাও। তবে গত ২ জুন মুক্তি পাওয়া অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলী খানের নতুন সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’ আশার আলো দেখাচ্ছে সিনেবোদ্ধাদের। মুক্তির মাত্র দু-দিনেই সিনেমাটি ঘরে তুলেছে ১২ কোটি ৬৯ লক্ষ টাকা। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন প্রথম সপ্তাহে সিনেমাটি ২৫ কোটির ক্লাবে জায়গা করে নেবে। তবে সিনেমাটির এমন সাফল্য যাত্রার মাঝপথে সমানে এলো আরেক নেতিবাচক আলোচনা। সিনেমাটির প্রচার পর্বে অনুরাগীদের নানা ধরনের প্রশ্নের মুখোমুখী হতে হয় সারা-ভিকির। আর সেখানেই বাঁধে বিপত্তি।

ছোট শাহরুখের দুষ্টুমির মধ্যেই অভিনয় প্রতিভা দেখেছেন শিক্ষকরাছোট শাহরুখের দুষ্টুমির মধ্যেই অভিনয় প্রতিভা দেখেছেন শিক্ষকরা এক অনুরাগী সারার কাছে জানতে চান অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় শিক্ষার ক্লাসে গিয়ে পেশাদারী প্রশিক্ষণ নিতে লজ্জা পান কেন? তাতে তো তাদের ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে। ফলে ভবিষ্যতে আরও সচেতন হওয়ার সুযোগ থাকে। অনুরাগী যে সারার অভিনয়কে কটাক্ষ করে এমন প্রশ্ন করেন তা বুঝতে বাকি ছিল না উপস্থিত সকলের। যে কারণে প্রশ্ন শুনে রীতিমতো বিব্রত হন সারা। উত্তর ছিল না তার মুখে। অবশ্য অনুরাগীর নিশানায় যে শুধু সারা ছিলেন, তা নয়! তবে বিপদ থেকে সারাকে এক রকম ভিকিই উদ্ধার করেন। ভিকি বলেন, অনেক সময় ভালে অভিনয়ও দর্শকের চোখে পড়ে না। প্রত্যেকেই নিজের নিজের মতো করে চেষ্টা করেন, হয়তো সবসময় চরিত্রের চাহিদা অনুযায়ী সেটা হয়ে ওঠে না।