আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কঠোর বিধিনিষেধ ঢিলেঢালা, রাজধানী ছাড়ছে মানুষ

কঠোর বিধিনিষেধ ঢিলেঢালা, রাজধানী ছাড়ছে মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  কঠোর বিধিনিষেধের দিন যত বাড়ছে, যানবাহন ও মানুষের চলাচল ততই বেড়ে যাচ্ছে। কঠোর বিধিনিষেধ আস্তে আস্তে ঢিলেঢালা বিধিনিষেধে পরিণত হচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে দেশে চলমান বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরেও বাড়তে পারে-এমন ইঙ্গিত পাওয়ার পর আজ সোমবার (১২ জুলাই) সকাল থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যস্ততা বেশি রয়েছে। রাজধানীর পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, গাবতলীর আমিনবাজার ব্রিজ ও উত্তরার টঙ্গী ব্রিজ এলাকায় ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চলাচল আরো বেড়েছে। লকডাউন অব্যাহত থাকলে ঈদের দিন যত ঘনিয়ে আসবে রাস্তায় ঘরমুখো মানুষের চাপ ততই বাড়বে। তাই অনেকেই পরিবার-পরিজন নিয়ে আগেভাগে ঢাকা ছেড়ে যাচ্ছেন।

রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকাতেও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যস্ততা রয়েছে। শারমিন বেগম জানান, ঈদের সময় বাড়িতে যেতে পারবো কিনা জানি না। শুনেছি লকডাউন আরো কঠোর হবে, তাই এখনই বাড়ি চলে যাচ্ছি। শারমিন বেগম এর মত অনেকেই পোস্তগোলা ব্রিজের পুলিশের চেকপোস্ট পায়ে হেঁটে অতিক্রম করে কেরানীগঞ্জে চলে যাচ্ছে। তারপর সেখান থেকে ছোট যানবাহনে মাওয়া, শিমুলিয়া ফেরিঘাট, লৌহজং সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ব্রীজের গোড়ায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢিলেঢালা ভাবে তাদের দায়িত্ব পালন করছে।

এদিকে গাবতলী আমিনবাজার ব্রিজের সামনেও একই চিত্র দেখা গেছে। লোকজন নগরীর বিভিন্ন স্থান থেকে গাবতলী পৌঁছে পায়ে হেঁটেই ব্রিজ পার হয়ে আমিনবাজার চলে যাচ্ছে। সেখান থেকেই অন্যান্য ছোট ছোট যানবাহনে বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। গত কয়েক দিনে আমিন বাজার এলাকা থেকে আরিচা, পাটুরিয়া সহ বিভিন্ন গন্তব্যে চলাচল রত ব্যক্তিগত ও ছোট যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে।

বাবুবাজার ব্রিজ এলাকাতেও একই রকমের চিত্র দেখা গেছে। কেরানীগঞ্জের কদমতলী মোড় থেকে ঢাকা-মাওয়া মহাসড়কের যানবাহন চলাচল গত কয়েক দিনের তুলনায় অনেক বেড়েছে। এসব যানবাহনের লোকজন গ্রামের দিকে ছুটছেন। এদিকে আজ রাজধানীর সড়কগুলোতে পরিবহনের অভাব নেই। সেইসঙ্গে পথচারি মানুষের সংখ্যা সপ্তাহখানেক আগের সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। রাজধানীতে যানবাহন এবং মানুষের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। সব সড়কে রিকশা, প্রাইভেট কারসহ ব্যক্তিগত যানবাহনের চাপ আরো বেড়েছে। সকালে সাতরাস্তা এলাকায় গণপরিবহন ছাড়া অন্য সবধরনের যানবাহনের চাপ সামাল দিতে পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়। একই অবস্থা সৃষ্টি হয়েছে বিমানবন্দর সড়কে। এই সড়কে সকাল থেকেই যানবাহনের ব্যাপক চাপ রয়েছে।

আব্দুল্লাহপুর এলাকায় ঈদ সামনে রেখে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চলাচল বেড়েছে।রাজধানীর সাইন্স ল্যাবরেটরী মোড়েও যানবাহনের চাপ রয়েছে। নীলক্ষেত এলাকায় আজ যানবাহনের চাপ অনেকটাই কম দেখা গেছে। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের যানবাহনের চাপ রয়েছে।