আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২১ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী। নিজের অফিসিয়াল টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন এই পাকিস্তান পেসার। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দলের সঙ্গে সফরে রয়েছেন হাসান আলী।
টুইটার হাসান লিখেন, ‘আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আমি আশাকরি ছোট্ট পরিটির জন্য সুন্দর স্বপ্ন অপেক্ষা করছে। উপরওয়ালা তার পথচলার স্বপ্ন পূরণ করুক। আমিন, সবার কাছে দোয়া চাই।’ এর আগে হাসান আলী ও সামিয়া ২০১৯ সালের আগস্টে দুবাইতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাত তারকা হোটেলের সেই অনুষ্ঠানে পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। সামিয়া ভারতের হারিয়ানার মেয়ে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দুবাইতে সামিয়ার সঙ্গে হাসান আলীর পরিচয় হয়।