আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনাযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনাযোদ্ধা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২০ , ৪:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই আর্ত মানুষের পাশে আছেন তিনি। ঢাকা থেকে গাজীপুর, দুই জায়গাতেই সমান বিচরণ তার। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সরকারী ত্রাণ, কখনো ব্যক্তিগত সাহায্য দিয়ে যাচ্ছেন মো. জাহিদ আহসান রাসেল। এর ফল স্বরূপ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়ে গেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ‘করোনাযোদ্ধা’ হিসেবে জাহিদ আহসান রাসেলকে সম্মানিত করল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন)। ‘করোনাযোদ্ধা’ স্বীকৃতি দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে একটি সনদও দিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক এই সংগঠন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরইমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদের জন্য ১ কোটি টাকা প্রদান করেছেন জাহিদ আহসান রাসেল। তৃণমূল পর্যায়ের অসহায় ক্রীড়াবিদদের সাহায্যের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আরও ৩ কোটি টাকা বরাদ্দ এনেছেন।

একইসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী, সেলুনের কর্মচারী, ফুটপাতে রাত কাটানো মানুষ, রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশেও রয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েই পাশে আছেন আর্ত মানুষের। এ কারণেই ‘করোনাযোদ্ধা’ হিসেবে জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ‘করোনাযোদ্ধা’ স্বীকৃতি দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে একটি সনদও দিয়েছেন মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা সংগঠনটি। এ ছাড়াও আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।