করোনার এ ক্রান্তিলগ্নে মানুষকে আনন্দ দিতে সংগীতশিল্পী গৌরবের `কলিজাতে দাগ লেগেছে’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : করোনার এ ক্রান্তিলগ্নে মানুষ কে একটু আনন্দ দিতে সংগীত শিল্পী গৌরবের এল কলিজাতে দাগ লেগেছে’ গানটি সিডি চয়েস মিউজিক এর ব্যানারে গানটি প্রকাশিত হয়। গৌরব একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী। তিনি যদিও সেমি ক্লাসিক গান করেন, তবুও যাত্রা শুরু করে ছিলেন ফোক, আধুনিক, দিয়ে। তিনি সেরাকন্ঠ২০০৮ এর একজন শিল্পী। তাছাড়া তিনি তার গানের জগতটা দারুণ ভাবে ধরে রেখেছেন। গানটির সম্পর্কে আরও জানা যায় গানটির রচয়িতা হলেন এমদাদ সুমন যিনি কোম্পানি এর কর্ণধার এবং সুর মাসুম এবং মিউজিক জনি। ভিডিও টির কাজ চলাকালিন সময়ে বাংলাদেশে এ মহামারী আসে । তাই কাজটি বন্ধ হয়ে যায়,তবুও গানটি আশা করছি সব ঠিকঠাক থাকলে আগামী কোন ভাল দিনে সুটিং কাজ শুরু হবে এমনটি জানা গেছে। ঘরে থাকার কোন বিকল্প নেই। আপ্নাদের এ সময়ে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। “মানুষ মরলে চলে যায়,সংস্কৃতি মরলে প্রথা হয়” এমনটি বললেন। সবাই ঘরে থাকুন, আগামি কোন সকালের সোনালি রোদের অপেক্ষায় আমরা।