আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনার হানা পিএসজিতে

করোনার হানা পিএসজিতে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ৪:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন পিএসজির তিন ফুটবলার। আক্রান্তের তালিকায় রয়েছেন একজন স্টাফও। এক বিবৃতিতে মঙ্গলবার এই খবর দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাতিল হয়েছে শুধু ফরাসি লিগ ওয়ান।

এপ্রিলের শেষ দিকে নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে মৌসুমে তাদের সামনে এখনও রয়েছে ফরাসি কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এজন্য অনুশীলনে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার শুরু হয় খেলোয়াড়দের পরীক্ষা।