আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ

করোনায় আক্রান্ত মরিয়ম নওয়াজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২১ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বুধবার দলের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা পজিটিভ শনাক্তের পর স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গিয়েছেন মরিয়ম নওয়াজ। এরই মধ্যে এক টুইটবার্তায় মরিয়ম নওয়াজ লেখেন, ধন্যবাদ কামি এবং সবাইকে, যারা আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এতো দোয়া ও শুভকামনা পেয়ে আমি অভিভূত। এটা আমার জন্য বিশাল পাওয়া। আমি জ্বর, সর্দি-কাশিজনিত সমস্যায় ভুগছিলাম। এ সময়জুড়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলাম। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আবারো ধন্যবাদ।
এদিকে অসুস্থ মরিয়ম নওয়াজসহ আরও বেশ কয়েকজন করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার চাচা শেহবাজ শরীফ।