আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় চীনকে ছাড়িয়ে ভারত

করোনায় চীনকে ছাড়িয়ে ভারত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২০ , ৫:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আক্রান্তের সংখ্যায় এবার করোনাভাইরাসের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত চীনকেও ছাড়িয়ে গেল ভারত। দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৫ হাজার ৭৮৪ জন। চীনে এই সংখ্যা ৮২ হাজার ৯৪১ জন। অর্থাৎ প্রতিবেশী দেশটির চাইতে ভারতে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৪৩ জন বেশি। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া তথ্যানুযায়ী, আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে ১১তম স্থানে চলে এসেছে ভারত। তবে করোনায় মৃত্যুতে এখনও চীনের থেকে অনেক পিছিয়ে ভারত। চীনে করোনায় মৃত্যুর হার ৫ দশমিক ৫ শতাংশ হলেও ভারতে তা ৩ দশমিক ২ শতাংশ। সবমিলিয়ে চীনে এ পর্যন্ত সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেলেও ভারতে এ সংখ্যা মাত্র আড়াই হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৩ হাজার ৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০৪ জন। এ পর্যন্ত মোট মারা গেছে ২ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ দেশটিতে এখনও চিকিৎসাধীন রয়েছে আরও ৫২ হাজার ৭৭৩ জন করোনা রোগী। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ৮৫ হাজারের বেশি আক্রান্তের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্র রাজ্যে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। মৃত্যু সংখ্যায়ও শীর্ষে রয়েছে রাজ্যটি, ১ হাজার ৯ জন। মহারাষ্ট্রের পর দিল্লি ও গুজরাটকে টপকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে তামিলনাড়ু। সেখানে এক সবজির বাজার থেকেই ২ হাজার ৬০০ জন করোনায় সংক্রমিত হয়েছে। সব মিলিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মোট আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৯ হাজা ৫৯১ জন এবং রাজধানী অঞ্চল দিল্লিতে ৮ হাজার ৪৭০ জন। রাজস্থান ও মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ৫৩৪ জন ও ৪ হাজার ৪২৬ জন। এ দুই রাজ্যে মারা গেছে যথাক্রমে ২০৬ ও ২৫৩ জন। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ২১৫ জন। এই পরিস্থতিতে দেশটিতে টানা ৫৪ দিনের লকডাউন শেষ হচ্ছে আগামীকাল রোববার। তবে আবারও দেশটিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সোমবার ঘোষনা দিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।