আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় মধ্যবয়সীদেরও মৃত্যুঝুঁকি কম নয়, বলছে গবেষণা

করোনায় মধ্যবয়সীদেরও মৃত্যুঝুঁকি কম নয়, বলছে গবেষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৬:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে কেবল বয়স্করাই নন, মধ্যবয়সীদের জন্যও মৃত্যুঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। চীনের সত্তর হাজারের বেশি রোগীর তথ্য নিয়ে করা গবেষণাটির ফলাফল প্রকাশ করেছে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট। চীনের মূল ভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল ও যাদের রোগ চিহ্নিত করা হয়নি—এই তিন শ্রেণির মানুষদের নিয়ে এ গবেষণা করা হয়। এতে দেখা গেছে, চীনের করোনাভাইরাস শনাক্ত রোগীদের মধ্যে গড় মৃত্যুহার এক দশমিক ৩৮ শতাংশ। কিন্তু বয়সের ভিত্তিতে মৃত্যুহারে তারতম্য অনেক। যেমন ১০ বছরের কম বয়সীদের মধ্যে যেখানে মৃত্যুহার শূন্য দশমিক ০০১৬ শতাংশ, সেখানে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ৭ দশমিক ৮ শতাংশ। এতে দেখা গেছে, ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্য যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে শূন্য দশমিক ০৪ শতাংশকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার দরকার পড়েছে। অথচ আশি বা তদূর্ধ্ব বয়সী আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮ ভাগকে। মধ্যবয়সীদের মধ্যে এই হার খুব কম নয়। যেমন ৪০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে এই হার চার শতাংশ এবং ৫০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে তা ৮ শতাংশ। গবেষণা নিবন্ধের সহলেখক আজরা ঘানি এ বিষয়ে বলেন, করোনা মোকাবেলায় সিদ্ধান্ত নিতে যেকোনো দেশের জন্য আমাদের এ গবেষণা কাজে আসবে। এটা পরিষ্কার যে, যাদের বয়স ৫০ বা তার বেশি, তুলনামূলকভাবে কম বয়সীদের চেয়ে তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন বেশি পড়ে। তাছাড়া এই বয়সীদের মধ্যে মৃত্যুহারও বেশি। প্রসঙ্গত সারাবিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন। এর মধ্যে চীনে আক্রান্তের সংখ্যা ৮১,৫১৮ জন মারা গেছেন ৩,৩০৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬,০৫২। এ ভাইরাসটির উৎপত্তি দেশটির উহানের হুবেই প্রদেশে।