আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় করোনায় মৃত্যুর মিছিলে পুরুষরা এগিয়ে

করোনায় মৃত্যুর মিছিলে পুরুষরা এগিয়ে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। এই পরিসংখ্যানের একটি প্রবণতা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে, তা হলো আনুপাতিক হারে এই ভাইরাসে পুরুষ মারা গেছে নারীর তুলনায় অনেক বেশি। করোনায় আক্রান্ত প্রতিটা দেশ থেকেই যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে দেখো যাচ্ছে সবজায়গাতেই আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি। যেমন ওয়ার্ল্ডোমিটার ৫০-৫০ বলে যে ওয়েবসাইট ঘণ্টায় ঘণ্টায় সারা বিশ্বের কোভিড-১৯ রোগের পরিসংখ্যান দিচ্ছে, তাদের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, এক নিউইয়র্ক সিটিতেই ১৪ই এপ্রিল অবধি যে প্রায় ৬৬০০ জন মারা গেছে তার ৬২ শতাংশই পুরুষ। এমনকি যাদের দেহে হাইপারটেনশন, ডায়াবেটিস বা হৃদরোগের কোনো লক্ষণ ছিলনা তাদের ক্ষেত্রেও প্রতি একশজন মৃতের ৭২ জনই ছিল পুরুষ। চীনে যত নারী মারা গেছে তার প্রায় দ্বিগুন মারা গেছে পুরুষ। ইতালিতে মোট মৃতের ৭০ শতাংশ পুরুষ। এমনকী দক্ষিণ কোরিয়ার মত দেশে যেখানে নারীরা বেশি সংক্রমিত হয়েছে (৬১ শতাংশ) সেখানেও মৃত্যু বেশি হয়েছে পুরুষের, প্রায় ৫৪ শতাংশ। বিবিসি।