আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় যুক্তরাষ্ট্রে অর্ধলক্ষ মানুষের মৃত্যু

করোনায় যুক্তরাষ্ট্রে অর্ধলক্ষ মানুষের মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২০ , ৫:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলের ২৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে প্রায় ২ লাখ মানুষ, ১ লাখ ৯০ হাজার ৬৫৬ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটিতে বৃহস্পতিবার রাতে মারা গেছে করোনায় আক্রান্ত আরও ২ হাজার ৩২৫ জন মানুষ। ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৪৫ জন। অর্থাৎ মৃত্যু অর্ধলক্ষে পৌঁছাতে আর মাত্র ১৫৫টি সংখ্যা বাকি। এদিকে যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩১ হাজার ৪৮৭ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ২০৪য়ে। দেশটিতে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। অর্থাৎ ৭ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন। এদের মধ্যে প্রায় ১৫ হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক। ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। স্পেনে একদিনে আক্রান্ত ৪ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে স্পেনের মানুষ। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজারের বেশি মানুষ, ৪ হাজার ৬৩৫ জন। অর্থাৎ ওইদিন তারা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪ জন। তবে স্পেনে করোনায় মৃত্যুর হার বেশ কমেছে। বৃহস্পতিবার দেশটিতে মারা গেছে আরও ৪৪০ জন। ফলে সেখানে এ মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৫৭ জনে। দেশটিতে সুস্থ হয়েছেন মোট ৮৯ হাজার ২৫০ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও ১ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৭ হাজার ৭০৫ জনের অবস্থা গুরুতর।
অন্যান্য দেশের করোনা পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে এ পন্ত মারা গেছে ২৫ হাজার ৫৪৯ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন এবং মারা গেছে ২১ হাজার ৮৫৬ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ১২৯ জন। আক্রান্তের তুলনায় দেশটিতে মৃত্যু অনেক কম, মাত্র ৫ হাজার ৫৭৫ জন। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৩৮ জনের। তুরস্কে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৯০ জন এবং দেশটিতে মারা গেছে ২ হাজার ৪৯১ জন। ইরানে আক্রান্ত ৮৭ হাজার ২৬ জন এবং মৃত্যু ৫ হাজার ৪৮১ জন। করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে আক্রান্ত হয়েছে মোট ৮২ হাজার ৮০৪ জন। সেখানে এ পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। এছাড়া রাশিয়াতে আক্রান্ত ৬২ হাজার ৭৭৩ জন ও মৃত্যু ৫৫৫; ব্রাজিলে আক্রান্ত ৫০ হাজার ৩৬ জন, মৃত্যু ৩ হাজার ৩৩১ জন; বেলজিয়ামে আক্রান্ত ৪২ হাজার ১১০ জন ও মৃত্যু ৬ হাজার ৪৯০; কানাডায় আক্রান্ত ৩৮ হাজার ৪২২ জন ও মৃত্যু ১ হাজার ৮৩৪; নেদারল্যান্ডসে আক্রান্ত ৪২ হাজার ১১০ জন ও মৃত্যু ২ হাজার ১৪৭ জন। বাংলাদেশেও বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জন এবং মারা গেছে মোট ১২৭ জন।