আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনায় ৪ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৫৩৭

করোনায় ৪ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৫৩৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১, ২০২০ , ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে সারাদেশে এখন পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। এরপরও বাকিরা জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে বাঁচাতে সেবা দিয়ে চলেছেন নিরলসভাবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারাদেশে ১৬ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন এসপি, ৪ জন অতিরিক্ত এসপি, ২ জন এএসপি, ১২ জন পুলিশ পরিদর্শক, এসআই থেকে সার্জেন্ট ৫৫ জন, এএসআই ৬৬ জন, ২০ জন নায়েক ও ৩৩১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।