আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ করোনা আক্রান্তের বাড়িতে ইউএনও উপহার

করোনা আক্রান্তের বাড়িতে ইউএনও উপহার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায়  করোনায় আক্রান্তের বাড়িতে উপহার পাঠালেন উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপরে লেখা “আমরা আবার একসাথে সূর্যোদয় দেখবো”। মৃত্যুভয়কে জয় করা এমন আশার বানী যেন আক্রান্ত ব্যক্তির জন্য আরেক মহা ঔষধ। পরিবারের লোকজন মনে করছেন এগুলো কোন বিপদগ্রস্ত মানুষের প্রতি আল্লাহর পক্ষ হতে উপহার। শুক্রবার কচুয়া উপজেলায় কোভিড-১৯ পজেটিভ রোগীদের বাড়িতে উপহার সামগ্রী পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই উপজেলায় করোনা শনাক্তকৃত গোহাট দক্ষিণ ইউনিয়নের শাহারপাড় গ্রামের ফয়েজ আহম্মদ ও কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সের বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ হতে উপহার সামগ্রী ও জায়নামাজ পাঠানো হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, আক্রান্তদের বাড়িতে উপহার ও জায়নামাজ পাঠানো হয়েছে। চিকিৎসার সহায়তার জন্য নগদ অর্থের প্রয়োজন হলে তাও সহায়তা করা হবে। ভালোবাসা দিয়েই আক্রান্তদের সুস্থ করতে হবে।