আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// করোনা ঠেকাতে ১০২টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে

করোনা ঠেকাতে ১০২টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১, ২০২০ , ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী সম্ভাব্য ১০২টি ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নথিতে এ তথ্য উল্লেখ করে তারা। স্বাস্থ্য নিয়ে কাজ করা জাতিসংঘের এই সংস্থা বলছে, বিশ্বজুড়ে গবেষণাধীন সম্ভাব্য এই ১০২টি ভ্যাকসিনের মধ্যে ৮টি ক্লিনিক্যাল ট্রায়ালের (গবেষণাগারে পরীক্ষার) অনুমোদন পেয়েছে। চারদিন আগেও এই সংখ্যা ছিল ৭টি। নতুন করে যুক্ত হয়েছে চীনে গবেষণাধীন একটি সম্ভ্যাব্য কোভিড-১৯ ভ্যাকসিন। প্রথম ৭টি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ (হিউম্যান ট্রায়াল) করা হয়েছে। নতুন করে নথিভূক্ত হওয়া চীনের ওই ভ্যাকসিন এখনও মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা তা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি হু। প্রথম সাতটি ভ্যাকসিনের মধ্যে চারটিই চীনের। দুইটি যুক্তরাষ্ট্র ‍ও যুক্তরাজ্যের এবং অপরটির কাজ যৌথভাবে করছে জার্মানি ও যুক্তরাষ্ট্রের দুইটি প্রতিষ্ঠান। গত ১৬ মার্চ প্রথমবারের মতো করোনাভাইরাসের সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে দ্য আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বা এনআইএস। সেই ভ্যাকসিন এখনো পরীক্ষা-নিরীক্ষার সব ধাপ অতিক্রম করেনি। সেটি নিয়ে কাজ চলছে। এরপর আরও ছয়টি গবেষণা প্রতিষ্ঠান কিংবা বায়োটেক কোম্পানি তাদের তৈরি কোভিড-১৯ এর সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করেছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে কার্যকরীতার প্রমাণ পাওয়া গেলে তা বাজারে আসবে। আপাতত প্রচলিত ওষুধ দিয়ে করোনার চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা। সম্প্রতি রেমডিসিভির ব্যবহারের সুফল পেয়েছে মার্কিন চিকিৎসকরা। করোনা রোগীদের মধ্যে দ্রুত সুস্থ হওয়ার ইঙ্গিত পেয়েছেন তারা।