আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// কলকাতার সরকারি বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৯

কলকাতার সরকারি বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৯


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২১ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  কলকাতার ইডেন গার্ডেন্সের কাছে সরকারি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। মৃতদের পুড়ে যাওয়া মরদেহ মেলে লিফটে। সোমবার (০৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে পুরানো কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সের কাছের স্ট্র্যান্ড রোড পুরো অচল হয়ে যায়। এদিকে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। সবাই খুব লড়াই করে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ তলার ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দফতর বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, রাতে দমকল ও পুলিশ অফিসারদের সঙ্গে ১৩ তলায় উঠে নিজে মরদেহ দেখে এসেছেন। তার কথায়, ‘১৩ তলায় পৌঁছে লিফটের দরজা খোলার পর আগুনে ঝলসে প্রায় পুড়ে যান তারা।

আমরা উপরে ওঠে দেখি, লিফটের মধ্যেই পাঁচজনের মরদেহ পড়ে রয়েছে। বাইরে পড়েছিল আরও দুইজনের দেহ। পোশাক দেখে বোঝা গেছে, তাদের মধ্যে চারজন দমকলকর্মী। এ ছাড়া একজন আরপিএফ এবং একজন হেয়ার স্ট্রিট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। একজন ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি। এ ছাড়া রেলের দুই কর্মী আহত হয়ে শিয়ালদহে বি আর সিংহ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।