আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কাকে খোঁচা দিলেন শাকিব খান

কাকে খোঁচা দিলেন শাকিব খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। প্রথম সিনেমার পরিচালক হিমেল আশরাফ। দ্বিতীয়টির পরিচালক রায়হান রাফি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা দিয়েছেন আফরান নিশো।  সম্প্রতি নিশো ‘সো কল্ড’ হিরো বলে মন্তব্য করায় চটেছেন শাকিবিয়াররা। যদিও এতে শাকিব খানের নাম উল্লেখ করেননি নিশো। এ ছাড়া রায়হান রাফির বেশ কিছু মন্তব্য ভালোভাবে নেননি শাকিব ভক্তকুল। এবার শাকিব খান কাউকে উদ্দেশ্য করে না হলেও সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন: ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’

‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার অনুরোধ করে শাকিব খান লিখেছেন: ‘ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টিরও বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে নিয়ে প্রিয়তমা উপভোগ করুন।’

আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খান বর্তমানে সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই স্ট্যাটাস দিয়েছেন তিনি। কিন্তু কার উদ্দেশ্যে কেন এই স্ট্যাটাস যারা একটু হলেও সিনেমার খবর রাখেন তারা বুঝবেন নিশ্চিত।