আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কানাডায় শ্রমিক বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬

কানাডায় শ্রমিক বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৪ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কানাডায় উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিমানটিতে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানি রিও টিন্টোর শ্রমিকদের বহন করা হচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে গতকাল এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি শ্রমিকদের নিয়ে একট খনির দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হল ছয়জন মারা যান। বিমানটিতে থাকা এক ব্যক্তি জীবিত আছেন। তবে তার অবস্থা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করে। রিও টিন্টোর চিফ এক্সিকিউটিভ জ্যাকব স্টসহোলম এক বিবৃতিতে বলেছে, ‘ঠিক কী ঘটেছে তা জানার জন্য আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।