আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কাপাসিয়ায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

কাপাসিয়ায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


DDakatগাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার রায়েদ এলাকায় সৌদি প্রবাসী ও কুয়েত ফেরত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকদের জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতরা।

রোববার (০৬ জুন) দিনগত মধ্য রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

এলাকার মৃত ফজলুল হকের ছেলে সৌদি প্রবাসী আফাজ উদ্দিন (৫০) এবং কুয়েত ফেরত আফছার উদ্দিন ওরফে ফালানের (৬০) পরিবার ডাকাতির ঘটনার শিকার হয়েছেন।

ডাকাতির শিকার আফছার উদ্দিন জানান, ঘটনার সময় কমপক্ষে ২০ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙ্গে তার বাড়িতে ঢুকে। পরে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

এ সময় ডাকাতরা তার বুকে অস্ত্র ঠেকিয়ে পাশ্ববর্তী তার ভাই আফাজ উদ্দিনের বাড়ির লোকদেরকে ডেকে ওঠায়। ওই বাড়ি থেকেও নগদ ৪২ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।