আজকের দিন তারিখ ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ

কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২৩ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক : হজ ও ঈদুল আজহার পর গত জুলাই থেকে ফের শুরু হয়েছে ওমরাহর মৌসুম। ওমরাহ করতে আসা যাত্রীদেরকে কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়। সৌদি প্রশাসন আরও জানানো হয়, ওমরাহ পালনের সময় ক্লান্ত হয়ে অনেকেই মসজিদ প্রাঙ্গণে শুয়ে বিশ্রাম নেন বা ঘুমিয়ে পড়েন। ভিড়ের সময় তাদের পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটি এড়াতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয় থেকে এক টুইট-বার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিরা (ওমরাহযাত্রীরা), আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন। এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ঠেলাঠেলি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। চলতি ২০২৩ সালের হজ মৌসুমে হজ আদায় করেছেন ১ কোটি ৮০ লাখ দেশি-বিদেশি হজযাত্রী। করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর এই প্রথম এত সংখ্যক মানুষ হজ আদায় করেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।