আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক :  হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট-নতুন ব্রিজ সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউল বলেন, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান দুর্গাপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি পুলিশ জব্দ করেছে।